সনৎ ঝা, গ্যাংটক: সিকিমের নাথুলায় ভারত-চিন সীমান্তে ব্যাপক তুষারপাতের জেরে আটকে পড়েছেন ৪৪৭ জন পর্যটক ৷ তাদের উদ্ধার করতে মাঠে নামে ভারতীয় সেনাবাহিনী ৷ নাথুলা-গ্যাংটক রোডে পর্যটকদের সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে ৷ প্রবল ঠান্ডার মধ্যে আটকে পড়েন পর্যটকরা ৷
করোনার জেরে লকডাউনে গতবছর প্রায় বেড়াতেই যেতে পারেননি অধিকাংশ মানুষ ৷ তাই পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই পাহাড়ে হোক বা সমুদ্রে, বেড়াতে বেরিয়ে পড়েছেন অনেক পর্যটকরাই ৷ নাথুলায় ভারত-চিন সীমান্ত পর্যটকদের জন্য দুর্দান্ত জায়গা ৷ কিন্তু বৃহস্পতিবার প্রবল তুষারপাতে গাড়ি নিয়ে আটকে পড়েন পর্যটকরা ৷ রাস্তা পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ে এগোনোর সাহস দেখাতে কেউই পারেননি ৷ নাথুলা-গ্যাংটক রোডের ১২ কিলোমিটার পথ পুরু বরফের স্তর জমা পড়ে যায়। যার জেরে সেখানে প্রায় একসঙ্গে ১৫৫টি গাড়ি আটকে পড়ে। প্রবল ঠান্ডায় ওই ভাবে আটকে পড়ায় স্বভাবতই বেকায়দায় পড়েছিলেন প্রায় সাড়ে চারশো পর্যটক ৷ শেষপর্যন্ত তাদের উদ্ধার করে আনতে সফল হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ৷
ঘটনাস্থল থেকে ৪৪৭জন পর্যটকদের উদ্ধার করে ভারতীয় সেনা। আবহাওয়ার উন্নতি না হওয়ায় তাঁদের সকলকে সেনা হাসপাতালেই নিয়ে আসা হয়। অসুস্থদের চিকিত্সার ব্যবস্থা, পর্যটকদের খাবার ও গরম জামাকাপড় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেনাবাহিনীর অফিসাররা।