সিঙ্গুর: সিঙ্গুরে আজ জমি ফেরতের উত্সব। সেজে উঠেছে জমি আন্দোলনের আঁতুড়ঘর। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘মাটির জয়-মানুষের জয়’। সভাস্থলে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সিঙ্গুর আন্দোলনের অন্য ব্যক্তিত্বরা।
মঞ্চের সামনে প্রতীকীভাবে লাগানো হয়েছে কৃত্রিম ঘাস। মঞ্চে রয়েছে ১৬টি সিসিটিভি ক্যামেরা। রাস্তার ধারে বসেছে বিদ্যুতের খুঁটি। লাগানো হয়েছে আলো এবং চোঙ।
এক দশক আগে পুজোর আগে জমি অধিগ্রহণের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সিঙ্গুরের কৃষকরা। দীর্ঘ লড়াইয়ের পর আজ আর কিছুক্ষণের মধ্যে তাঁদের হাতে সেই জমির নথি তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধিগৃহীত জমির ৯ হাজার ১১৭টি পরচা সংশ্লিষ্ট কৃষকদের দেওয়া হবে। আটশোজন কৃষককে সুদ ছাড়া ক্ষতিপূরণও দেওয়া হবে।
প্রতীক্ষার অবসান, সিঙ্গুরে মুখ্যমন্ত্রী চেক ও জমির কাগজ ফেরত দিলেন কৃষকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2016 09:32 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -