সোমনাথ মিত্র, সিঙ্গুর: সেগুন কাঠ চুরির ঘটনায় এক চক্রকে গ্রেফতার করল পুলিশ। কাঠের  মিল থেকে সেগুন কাঠ চুরির ঘটনায় মোট ৮  জনকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। বেশ কিছুদিন ধরেই এই চক্রের খোঁজ করছিল পুলিশ। এবার পুলিশের তৎপরতায় ধরা পড়ল তারা। অভিযুক্তদের ছাড়াও চুরি যাওয়া ১০ লক্ষ টাকা মূল‍্যের সেগুন কাঠও উদ্ধার করা হয়েছে সেই মিল থেকে।


সিঙ্গুরের পুরোষোত্তমপুরের কাঠমিলের থেকেই এই সেগুন কাঠগুলো চুরি করা হয়েছিল। সেই মিলের মালিক প্রবীন শর্মা এই বিষয় জানান, ‘গত ১১ জুন গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ কাঠের মিলে হানা দেয় কয়েকজন দুষ্কৃতি। সেই সময় মিলে দারোয়ান ছিল। কিন্তু দারোয়ান ও তার পরিবারকে  বন্দুক  দেখিয়ে বেঁধে রেখে ডাকাতি করে দুষ্কৃতিরা। প্রায় ১২ লক্ষ টাকার সেগুন কাঠ গাড়িতে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতিরা।’ এই ঘটনায় পরদিন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রবীন শর্মার কাঠ মিলের শ্রমিকদের জেরা শুরু করে।


তদন্তের স্বার্থে সিসিটিভি ক‍্যামেরার ফুটেজও খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে দুষ্কৃতিরা কাঠের  মিল থেকে সেগুন কাঠ চুরি করে নিয়ে গিয়ে লিলুয়ার কোনায় একটি কাঠকলে বিক্রি করে দেয় কাঠগুলো। গতকাল রাতে সেই কাঠকলেই অভিযান চালিয়েছিল সিঙ্গুর থানার পুলিশ। এরপরই সেই কাঠ কল থেকে চোরাই কাঠ উদ্ধার করে তাঁরা। একইসঙ্গে সেই কাঠ কলের মালিক সহ মোট ৮ জনকে গ্ৰেফতার করা হয়।


হুগলি  গ্রামীন জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ হেফাজতে নিয়ে ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রটি বেশ কিছুদিন ধরে এভাবেই বিভিন্ন কাঠের মিল থেকে সেগুন কাঠ চুরি করে অন্যত্র বিক্রি করছিল। অভিযুক্তদের জেরা করে আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে কিনা তা খতিয়ে দেখছে সিঙ্গুর থানার পুলিশ।