পূর্ব বর্ধমান:  সম্পত্তি হাতাতে বাবা-মাকে খুনের চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে। প্রাণে বাঁচতে বাড়ির ছাদ থেকে কার্নিশে লাফ বৃদ্ধ বাবার। বাড়ি ছেড়ে পালালেন মা।


যাঁদের জন্য পৃথিবীর আলো দেখা, সম্পত্তির জন্য সেই বাবা-মাকেই খুনের চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে! প্রাণে বাঁচতে বাড়ির ছাদ থেকে কার্নিশে লাফ দিয়ে পাঁচিলের উপর তিন ঘণ্টা বসে রইলেন বৃদ্ধ বাবা! বাড়িছাড়া মা। অভিযুক্ত ছেলেকে পেটাতে পেটাতে থানায় নিয়ে গেল পুলিশ।

অভিযুক্ত ছেলে অমিত মল্লিক।শিক্ষকতার চাকরি পেয়েও ছেড়ে দিয়েছিলেন। বিলাসবহুল জীবন। শিক্ষকতা করে যে টাকা পেতেন, পোষাত না তাতে। অভিযোগ, সেই কারণেই শিক্ষকতার চাকরি ছেড়ে নজর পড়ে বাবার সম্পত্তির দিকে।

অভিযোগ, বুধবার সকালে বাবা-মায়ের কাছে সোনাদানা-টাকা যা আছে, সব তাঁকে দিয়ে দিতে বলেন ছেলে অমিত মল্লিক। না দেওয়ায় লোহার রড দিয়ে বৃদ্ধ মা-বাবাকে বেধড়ক মারধর করা হয়।

রক্তাক্ত অবস্থায় কোনওরকমে সেখান থেকে পালিয়ে ছাদ বেয়ে কার্নিশে লাফ দিয়ে পাশের পাঁচিলে উঠে পড়েন ৭৬ বছরের তাপস মল্লিক।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাইরে যখন হুলস্থুল পড়ে গিয়েছে, পুলিশ সূত্রে দাবি, তখনও নির্বিকার ছিলেন ছেলে। ঘরে বসে টিভি দেখছিলেন তিনি।

অমিত মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ছেলের হাত থেকে প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে পালান বৃদ্ধা মা। তাঁর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।