আমতা: হাওড়ার আমতায় শ্বশুরবাড়িতে জামাইকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। মৃতের নাম শেখ নাসির। বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর এলাকাবাসীর।
সূত্রের খবর, ১৩ বছর আগে পেশায় দর্জি ওই যুবকের সঙ্গে ফতেমা খাতুন নামে এক তরুণীর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই নাসির শ্বশুরবাড়িতে থাকতেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির আত্মীয়রা টাকার জন্য নাসিরকে চাপ দিচ্ছিলেন। গতকাল রাতে খুনের পর আত্মীয়রা দেহ হাসপাতালে নিয়ে যান বলে দাবি এলাকাবাসীর।
নাসিরের মৃত্যুর খবর সামনে আসার পরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আজ অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে স্থানীয় লোকজন ব্যাপক ভাঙচুর চালান। মৃত নাসিরের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে জয়পুর থানার পুলিশ।
জামাইকে খুনের অভিযোগে আমতায় শ্বশুরবাড়িতে ভাঙচুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2017 10:57 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -