কলকাতা ও দুর্গাপুর: আজ জিএসটি প্রত্যাহারের দাবিতে রাজ্যজুড়ে একদিনের প্রতীকি ধর্মঘটের ডাক দিয়েছে মিষ্টি ব্যবসায়ীদের সংগঠন। এর জেরে বন্ধ বেশিরভাগ মিষ্টির দোকান। জিএসটি চালু হওয়ার পর থেকে লোকসানের জেরেই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মিষ্টি ব্যবসায়ীদের।


কলকাতার মতোই মিষ্টি ব্যবসায়ীদের ধর্মঘটের প্রভাব পড়েছে পশ্চিম বর্ধমানেও। ধর্মঘটের জেরে দুর্গাপুর এবং আসানসোলে বন্ধ প্রায় ৫০০ মিষ্টির দোকান। মিষ্টি ব্যবসায়ীদের দাবি, জিএসটি চালু হওয়ায় প্রচুর লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। আনাজ-মাছ পচনশীল বলে তা জিএসটি-র আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ছানার মিষ্টি তৈরি হয়। ছানা পচনশীল বলে মিষ্টিকে জিএসটি-র আওতা থেকে বাদ দিতে হবে।

৩১ জুন মধ্যরাতে জিএসটি চালু করে কেন্দ্র সরকার। জিএসটি অনুসারে রসগোল্লা ও সন্দেশে ৫ শতাংশ, চকোলেট মিষ্টিতে ২৮ শতাংশ এবং সিঙাড়া-কচুরিতে ১২ শতাংশ কর ধার্য করা হয়েছে। মিষ্টি ব্যবসায়ীদের দাবি, এর ফলে তাঁদের লোকসান হচ্ছে। সেই কারণেই ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হয়েছেন তাঁরা।