উত্তর জিনাজপুর:  উত্তর দিনাজপুরের ডালখোলায় ২৪ বছরের ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। নেশা করার টাকা চেয়ে প্রায়শই মারধর করত ছেলে। সেই রাগেই ছেলেকে খুন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত ছেলের নাম মঙ্গল সোরেন।

পরিবারের দাবি,  সম্প্রতি নেশার খপ্পড়ে পড়েন ২৪ বছরের মঙ্গল।  টাকা চেয়ে প্রায়শই বাবা বুলাই সোরেনকে মারধর করতেন তিনি। অভিযোগ, রবিবারও সেরকমই ঘটে।

নেশা করার জন্য টাকা চেয়ে বাবাকে বেধড়ক মারধর করেন মঙ্গল। কিন্তু, এরপর কী ঘটতে চলেছে সেটা কেউ আঁচ করতে পারেননি।

আচমকা ঘরের কোণায় রাখা ধারাল একটি অস্ত্র তুলে ছেলেকে সটান কোপ মারেন বাবা।

চোখের সামনে এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান পরিবারের সদস্যরা। ছেলের খুনে অভিযুক্ত বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। ধারাল অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।