নদিয়া: পথ দুর্ঘটনায় ২ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র নদিয়ার কালীগঞ্জ। সরকারি বাস ভাঙচুর উত্তেজিত জনতার, জাতীয় সড়ক অবরোধ। অবরোধকারীদের হঠাতে লাঠিচার্জ করায়, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি।
সকাল সাড়ে ১১টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে পাগলাচণ্ডী মোড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় ২ মাধ্যমিক পরীক্ষার্থীর। এরপরই উত্তেজিত জনতা একটি সরকারি বাস ভাঙচুর করে। জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সেসময় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
পথ দুর্ঘটনায় ২ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র নদিয়া, ভাঙচুর, অবরোধ, পুলিশের লাঠিচার্জ, ইটবৃষ্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2018 12:42 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -