দক্ষিণ ২৪ পরগনা: আক্রান্ত বৃদ্ধ মা। বাড়ি ‘হাতাতে’ মরিয়া ছোট ছেলে।অশক্ত মায়ের উপর অত্যাচারের অভিযোগ।
যাঁদের হাত ধরে পৃথিবীর আলো দেখা, সেই মা-বাবার উপর সন্তানদের অত্যাচারের ঘটনা ক্রমেই বাড়ছে। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘোষপাড়া।
আক্রান্ত ৮০ বছরের বৃদ্ধা অনিতা ঘোষ!ভাল করে চলাফেরাও করতে পারেন না।
অভিযোগ বসতবাড়ির সিংহভাগ লিখিয়ে দেওয়ার জন্য বৃদ্ধা মার উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছেন ছোট ছেলে সন্তু এবং তাঁর স্ত্রী কৃষ্ণা!কখনও কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।কখনও বন্ধ করে দেওয়া হয়েছে জল।
অভিযোগ, ফের একবার মারধর করে বাড়ির বাইরে বের করে দেওয়ায় ছোট বউমা এবং ছেলের বিরুদ্ধে সোনারপুর থানার দ্বারস্থ হন অনিতা।
পুলিশ বৃদ্ধাকে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দেয়। ছোট বউমা এবং ছেলেকে নির্দেশ দেয়, তারা যেন ভবিষ্যতে এ ধরণের কিছু না করেন! সেইসঙ্গে বৃদ্ধার বড় ছেলেকে নির্দেশ দেয়, তিনি যেন মার দেখভাল করেন।
অভিযুক্ত ছোট বউমা এবং ছোট ছেলে অবশ্য নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।
বাড়ি ‘হাতাতে’ অশক্ত বৃদ্ধা মার ওপর অত্যাচার ছোট ছেলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2018 04:48 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -