রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: অ্যান্টিক কয়েনের জন্য অপহরণ করা হল সোনারপুরের এক যুবককে। অবশেষে মুক্তিপণের ফাঁদে পা দিয়ে পাকড়াও ৫, উদ্ধার অপহৃত।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা পঙ্কজ ওরফে আকাশ সর্দার। তাঁর কাছে একটি অ্যান্টিক কয়েন অর্থাৎ বহুমূল্য দুর্লভ মুদ্রা রয়েছে বলে জানতে পারে শীতল অগ্রবাল ও শাহনওয়াজ মোল্লা নামে দুজন। এঁদের মধ্যে শীতল অগ্রবালের বাড়ি মোমিনপুর এলাকায়। পঙ্কজের কাছে যে মুদ্রাটি আছে সেটি ১৮৩০ সালের বলে জানতে পারে শীতল ও শাহনওয়াজ। তাঁরাও অ্যান্টিক কয়েন সংগ্রহ করেন বলে দাবি। পঙ্কজের কাছে থাকা ওই মুদ্রা হাতানোর উদ্দেশ্যেই তাঁর সঙ্গে বন্ধুত্ব করে শীতল ও শাহনওয়াজ। বন্ধুত্ব গাঢ় করতে অনেক খরচও করে তারা। প্রথমে কয়েন দিতে রাজি হলেও পরে মত বদলায় পঙ্কজ। আর তখনই তাঁকে অপহরণ করে অ্যান্টিক কয়েনটি হাতানোর ছক কষে শীতল ও শাহনওয়াজ।
প্ল্যান মাফিক দিন তিনেক আগে পঙ্কজকে অপহরণ করে শাহনওয়াজের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে আটকে রাখা হয়। এরপর সেই কয়েন চেয়ে ফোন যায় অপহৃতের বাড়িতে। পঙ্কজের বাড়ির লোকজন কয়েনের কথা কিছুই জানেন না বললে শীতল ও শাহনওয়াজ ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এরপরই অপহরণের কথা জানিয়ে বুধবার দুপুরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে পঙ্কজের পরিবার। পুলিশের সহায়তায় মুক্তিপণের ফাঁদ পাতা হয়। মুক্তিপণের টাকা নিয়ে অপহৃতের পরিবারের লোকজন সন্ধে ৬টা নাগাদ সূর্যসেন মেট্রো স্টেশনের কাছে পৌঁছয়। ওই অঞ্চলে আগে থেকেই ওত পেতে বসেছিল সোনারপুর থানার পুলিশ। হাতেনাতে শীতল ও নান্টু ভট্টাচার্য নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করেই স্টেশনের কাছে একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত পঙ্কজকে।
ঘটনাস্থল থেকে মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় শীতল অগ্রবাল জানিয়েছে পঙ্কজের কাছে যে কয়েনটি রয়েছে তার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।