রঞ্জিৎ সরকার, বিদ্যাধরপুর, দক্ষিণ ২৪ পরগনা: সাত বছরের শিশুর তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং লোকাল। শিয়ালদা দক্ষিণ শাখার বিদ্যাধরপুর ষ্টেশন সংলগ্ন মুকুন্দপুর এলাকার বাসিন্দা দীপ নস্কর। প্রতিদিনের মতোই খেলছিল সে। খেলতে খেলতে রেল লাইনের কাছে এসে চমকে যায় দীপ। সে দেখতে পায়, রেল লাইন ভাঙা। শিশু হলেও এর বিপদ বুঝতে ভুল করেনি সে। বুঝতে পারে, কোনও ট্রেন এলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এক মুহুর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে মাকে ডেকে আনে সে। ততক্ষণে শোনা গিয়েছে লোকাল ট্রেনের আওয়াজ। ছুটে আসছে লোকাল ট্রেন।
আসন্ন বিপদের কথা মাথায় আসতেই মরিয়া হয়ে ওঠে ওই মহিলা ও শিশু। কোনক্রমে ছুটে গিয়ে একটা লাল কাপড় জোগাড় করেন তাঁরা।
সেই লাল কাপড় নিয়ে প্রাণের ঝুঁকি নিয়েই মা ও ছেলে দাঁড়িয়ে পড়েন রেল লাইনের উপর। ততক্ষণে ঘটনাস্থলের কাছাকাছি এসে দাঁড়িয়ে যায় ট্রেন। লাল কাপড় থেকে থেমে যায় ট্রেন। তারপর রেল কর্মীরা এসে দেখেন সত্যি সত্যি রেল লাইনের উপর ফাটল। খবর দেওয়া হয় উর্ধ্বতন কতৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার। শুরু হয় রেল লাইন মেরামতের কাজ। প্রায় ৪০/৪৫ মিনিট ধরে চলে মেরামতির কাজ। তারপর শুরু হয় ট্রেন চলাচল।
এভাবে সাত বছরের শিশু ও তার মায়ের চেষ্টায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল।
উল্লেখ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে এখন রাজ্যে বন্ধ লোকাল ট্রেন চলাচল। চলছে রেল স্টাফদের জন্য স্পেশ্যাল ট্রেন। স্পেশ্যাল ট্রেনে রেলের কর্মীরা ছাড়াও জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ওঠার ছাড়পত্র দেওয়া হয়েছে। এরইমধ্যে সাত বছরের শিশুর উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল। ঘটনায় বিপদের আঁচ পেয়ে সঙ্গে সঙ্গে মাকে পুরো ঘটনা জানিয়ে ডেকে আনে। এ জন্য ওই শিশুর কোনও প্রশংসাই যথেষ্ট নয়।