শিলিগুড়ি: শিলিগুড়ির মাটিগাড়ায় জাল নোট ও মাদক পাচারকারীর গ্রেফতারি নিয়ে এসএসবি-পুলিশ দ্বন্দ্ব। না জানিয়ে গ্রেফতার করায় অভিযুক্তকে হেফাজতে নিতে না চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল মাটিগাড়ার বিশ্বাসপল্লি এলাকা থেকে মানিক রায় নামে এক পাচারকারীকে গ্রেফতার করেন সশস্ত্র সীমা বলের গোয়েন্দারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৩টি ৫০০ টাকার জাল নোট ও ৭ গ্রাম ব্রাউন সুগার। খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। জবাব না মেলায়, আজ সকালে অভিযুক্তকে নিয়ে থানায় যান এসএসবি-র গোয়েন্দারা। অভিযোগ, থানাকে না জানিয়ে গ্রেফতার করায় অভিযুক্তকে হেফাজতে নিতে অস্বীকার করে পুলিশ। এরপর থানা থেকে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার হুমকি দেন এসএসবি গোয়েন্দারা। চাপের মুখে প্রায় তিনঘন্টা পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।