পাঁশকুড়া: কখনও ব্যক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে, কখনও বা সম্পর্কের টানাপোড়েনে-খারাপ উদ্দেশ্যে সোশ্যাল সাইটকে ব্যবহার করা নতুন ঘটনা নয়। এবার সেই ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।

পাঁশকুড়া থানার রাধাবল্লভচকের বাসিন্দা অনিমেষ বক্সি। পড়াশোনা করেন কলকাতার এক ইঞ্জিনিয়ারিং কলেজে। সূত্রের খবর, পাশের গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল অনিমেষের। সম্প্রতি, মেয়েটির পরিবারের আপত্তির কারণে সেই সম্পর্কে চিড় ধরে। ছাত্রীর পরিবারের অভিযোগ, প্রাক্তন প্রেমিকাকে ‘সবক’ শেখানোর জন্য, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করে দেন অনিমেষ।

সম্প্রতি, এক বন্ধুর কাছে একথা জানতে পারেন ওই ছাত্রী। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানান। বুধবার অনিমেষের বিরুদ্ধে সিআইডি কাছে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। বৃহস্পতিবার পাঁশকুড়ার গ্রাম থেকে অনিমেষকে গ্রেফতার করে সিআইডি।

মেধাবি ছেলে কেন এমন করল, তা ভেবে কুল কিনারা পাচ্ছে না অনিমেষের পরিবারও। ধৃত অনিমেষকে এদিন আদালতে পেশ করে সিআইডি। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।