হাওড়া: স্কুলে মারধরের জেরে আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার। প্রতিবাদে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার বিজয়কুমার মুখার্জি লেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ। বিক্ষোভ সামলাতে পুলিশ লাঠিচার্জ করে বলেও খবর।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত শুক্রবার বংশ গুপ্ত নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র স্কুল থেকে ফিরে বাড়ি ছাদ ঝাঁপ দেয়। স্কুলে মারধরের জেরেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি অভিভাবকদের। ছাদ থেকে ঝাঁপ দেওয়ার পর ওই ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ স্কুল খুলতেই বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার, হাওড়ার স্কুলে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2017 10:45 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -