রিষড়া: আপার কেজির ছাত্রীটি ক্লাসে বসে কথা বলছিল। আর তাতেই স্কেলের বাড়ি। এমন মার যে হাতে কালশিটে পড়ে গিয়েছে! রিষড়ায় বেসরকারি স্কুলের অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। তাঁকে সাসপেন্ড করেছে স্কুল।
রিষড়ার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের আপার কেজির ওই ছাত্রীর দোষ, সে ক্লাসে বসে বন্ধুর সঙ্গে গল্প করছিল। এর জন্য তাকে স্কেল দিয়ে মারধর করেন শিক্ষিকা স্বর্ণালী দাস।
শাসনের নামে এমন মার, যার জেরে ছোট্ট হাতে কালশিটে পড়ে যায়।
বাড়িতে গিয়ে যন্ত্রণার কথা জানায় বাচ্চাটি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় শ্রীরমাপুরে ওয়ালশ হাসপাতালে।
স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষিকার বিরুদ্ধে রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিশুর মা-বাবা।
শিশুকে মারা প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষিকা বলেন, পরীক্ষার সময় গল্প করছিল বাচ্চাটি। অন্যদের অসুবিধা হচ্ছিল। তাই ভয় দেখাতে বেঞ্চে জোরে স্কেল দিয়ে মারে ওই শিক্ষিকা। ওর হাতে লেগেছে বুঝতে পারিনি। এর জন্য আমি অনুতপ্ত, মন্তব্য শিক্ষিকার। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।
হাতে কালশিটে। আর মনে আতঙ্ক। বাচ্চা মেয়েটির কাছে স্কুল এখন যেন এক আতঙ্ক।
ক্লাসে বসে কথা বলায় আপার কেজির শিশুকে মেরে কালশিটে ফেলে দিল শিক্ষিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2017 03:39 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -