রঞ্জিত সাউ, কলকাতা : অভিজ্ঞতা প্রশ্নে বঙ্গে বিজেপিতে আরও তীব্র হল সংঘাত। রবিবার দিলীপ ঘোষের ( Dilip Ghosh) মন্তব্যের পাল্টা জবাব দেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সাংসদ হিসেবে পূর্বসূরির অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে আনেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। বলেন, ' রাজনীতি যখন শুরু করে সবাই অনভিজ্ঞই থাকে। আমি যখন রাজ্য সভাপতি হয়েছি, আড়াই বছরের সাংসদ, আড়াই বছর রাজনীতিতে অভিজ্ঞতা। দিলীপদাও যখন শুরু করেছিলেন, ওঁর ৬ মাস, ১ বছরের অভিজ্ঞতা'
বিতর্কে জল ঢালার চেষ্টা
সোমবার এর প্রত্যুত্তর দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' সাংগঠনিক দিক থেকে সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম। একসময় আমারও কম ছিল। রাজনীতিতে কাজ করতে করতেই অভিজ্ঞতা বাড়ে। ' । রাজনৈতিক মহলের ধারণা, দলের রাজ্য সভাপতি সম্পর্কে এই মন্তব্য করে বিতর্কে জল ঢালার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
'এক দিলীপ বিজেপি, দুই সুকান্ত বিজেপি'
সুকান্ত - দিলীপ মতপার্থক্য় প্রকাশ্যে আসতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, 'দিলীপ-সুকান্তের বক্তব্য থেকে এই উপসংহারে পৌঁছাতে পারি, এক দিলীপ বিজেপি, দুই সুকান্ত বিজেপি, এঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই, চূড়ান্ত মতপার্থক্য।'
দিনকয়েক আগেই সুকান্ত সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। দিলীপ বলেছিলেন, সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম। যোগ্য ব্যক্তিদের গুরুত্ব দেওয়া উচিত।
শনিবার দুই বিজেপি নেতা মেদিনীপুরে একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন। রবিবার সকালে তিন জেলার নেতাদের নিয়ে বৈঠক করতে দেখা যায় দু’জনকে।