কলকাতা: পেট্রোল ডিজেলের (Petrol, Diesel) দাম বৃদ্ধিকে অজুহাত করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কয়েকগুণ বেশি বাড়ানো হয়েছে। দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। তিনি বলেন, “সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। উত্তরপ্রদেশ- (Uttarpradesh) পারলে কেন পশ্চিমবঙ্গ (West Bengal) পারবে না?  উত্তরপ্রদেশের মানুষ যে সুযোগ পাচ্ছে সেই সুযোগ কি বাঙালি কি পেতে পারে না?’’ এরপর জেলায় জেলায় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।


গত সপ্তাহে পেট্রোল-ডিজেলের (Petrol, Diesel ) ওপর কর হ্রাসের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানায় উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকার। পেট্রোল-ডিজেলের ওপর সবমিলিয়ে মোট ১২ টাকা কর ছাড় মিলছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath Government রাজ্যে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার।  উত্তরপ্রদেশ সরকার পেট্রোলের উপর আরও ৭ টাকা এবং ডিজেলে আরও ২ টাকা শুল্ক ছাড় দেওয়া হয়েছে। পেট্রোল এবং ডিজেল উপর প্রতি লিটারে মোট ১২ টাকা ছাড় দেওয়া হয়েছে। 


শুধু উত্তরপ্রদেশ নয়, এই তালিকায় রয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্য। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাল গুজরাত, হরিয়ানা, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড, বিজেপি শাসিত রাজ্য। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে সিকিম সরকারও। আর এরপরই পশ্চিমবঙ্গে পেট্রোল-ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপি। তেলে ভ্যাট কমানোর দাবিতে গতকালের পর আজ ফের রাজ্য জুড়ে পেট্রোল পাম্পের সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।


গতকাল পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির আন্দোলনে ধুন্ধুমার কাণ্ড ঘটে। দু’দিকে ব্যারিকেড দিয়ে বিজেপির মিছিল মুরলীধর সেন লেনেই আটকে দেয় পুলিশ। করোনাকালে মিছিলের অনুমতি নেই জানিয়ে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। মুরলীধর সেন লেনে দু'দিকে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে বিজেপি মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাঁধে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের ভিড়ে ঠাসা মুরলীধর সেন লেনেই আগুন জ্বালিয়ে দেখানো হয় প্রতিবাদ।


আরও পড়ুন:  পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি, জ্বলল আগুন, বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার মুরলীধর সেন লেনে