কলকাতা: করোনা আবহে ব্যবসা কার্যত বন্ধ। অভাবের তাড়নায় নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। আর সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল সুন্দরবনের বাসিন্দা বাবুরাম রপ্তানের। বাঘের হানায় প্রাণ হারালেন ৩২ বছরের বাবুরাম।


বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের চিলমারীর খালে। সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত গোসাবার কোন বুধবার বাজারে বাড়ি বাবুরামের। বৃহস্পতিবার সকালে বন্ধু কেনারাম মণ্ডলকে সঙ্গে নিয়ে মাছ ধরতে যান তিনি। সুন্দরবনের ঝিলার জঙ্গলে চিলমারীর খালে মাছ ধরার সময় নৌকার ওপর ঝাঁপিয়ে বাবুরামকে আক্রমণ করে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের কবল থেকে বাবুরামকে বাঁচানোর চেষ্টা করেন কেনারাম। বাঘের সঙ্গে এক দফা খণ্ডযুদ্ধই হয় তাঁর। শেষ পর্যন্ত বাবুরামকে ফেলে রেখেই পালায় দক্ষিণরায়।

তবে প্রাণরক্ষা হয়নি বাবুরামের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এক প্রতিবেশী অঙ্কন মণ্ডল জানান, বাবুরামের একটি ছোটখাট চায়ের দোকান ছিল। তবে করোনা আবহ ও লকডাউন মিলিয়ে সেই ব্যবসার বেহাল দশা। সংসার চালানোর দায়েই মাছ ধরতে যান বাবুরাম। তাঁর বাড়িতে আছেন মা, স্ত্রী ও এক সন্তান। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন বাবুরাম। গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর বলেছেন, ‘বন দফতর ও বনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি। যাতে ওই পরিবারের পাশে দাঁড়ানো যায়।’