ভুবনেশ্বর: সিনেমায় তাঁকে জেলে যেতে দেখলে দর্শকদের চোখ ভিজে যেত। কিন্তু, বাস্তবে জেলে যাওয়ার পর থেকে নাকি তাপস পালের চোখের জল বাঁধ মানছে না। খাওয়া দাওয়া ছেড়ে শরীরের এমন হাল যে, সেল থেকে সরিয়ে তাঁকে জেল হাসপাতালে রাখতে হয়েছে। জেল সূত্রে দাবি, গোড়ায় ওড়িশার ঝাড়পদা জেলে যে সেলে তাপস পালের থাকার বন্দোবস্ত হয়, সেখানে ছিলেন মোট ৩০জন বন্দি।
জেল সূত্রে দাবি, তাপস পাল কারও সঙ্গে কথা বলতেন না। খাবার দিলে খেতেনও না। সারাদিন শুধু মনমরা হয়ে বসে থাকতেন। মাঝে মাঝেই চোখে জল।
শারীরিক অবস্থার অবনতি হতে দেখে শেষমেশ কারা আধিকারিকরা তাপস পালকে জেল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেখানে তাঁর দেখাশোনার জন্য একজন অ্যাটেন্ড্যান্ট আছেন।কিন্তু, জেল সূত্রে দাবি, তাপস পাল কারও কথাই শোনেন না।
খাবার দিলে কখনও থালা ঠেলে সরিয়ে দেন। কখনও একটু খেয়ে বাকিটা ফেলে দেন।
পরিবারের সদস্যরা মাঝেমধ্যে দেখা করতে আসেন ঠিকই। তবে জেলে অনেক নিয়মকানুন। তাই সবসময় তাঁদের কাছে যেতে দেওয়া হয় না।
জেলে ‘চোখে জল’, খাওয়া দাওয়া ছেড়েছেন ‘মনমরা’ তাপস পাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2017 09:26 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -