উত্তর দিনাজপুর: মোবাইল ফোনে ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের মধ্যে ছাত্রীদের মোবাইল ফোনে অশালীন ছবি দেখান শিক্ষক সুরজিৎ ঘোষ। এক অভিভাবক বলেন, অশ্লীল ছবি দেখান, এমনকী, নানা অজুহাতে গায়ে হাত দেন।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাদিন্দা ও অভিভাবকেরা। তাঁদের দাবি, অভিযুক্ত শিক্ষকের চরম শাস্তি। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তিক চক্রবর্তী। কথা বলেন, প্রধান শিক্ষিকার সঙ্গে। তিনি বলেন, অন্য স্কুলে থাকাকালীনও তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল। আমি নিজেই অভিযুক্ত শিক্ষক সুরজিৎ ঘোষের শাস্তির সুপারিশ করব।
প্রতিবাদের মুখে ক্ষমা চান অভিযুক্ত শিক্ষক। অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে রাতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।