শালবনি: নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে এবার পুলিশের হাতে হেনস্থার শিকার হলেন খোদ জয়েন্ট বিডিও। পশ্চিম মেদিনীপুরের শালবনির ঘটনা।
জয়েন্ট বিডিও শান্ত চক্রবর্তীর দাবি, গতকাল রাতে পিরাকাটা ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে মধুপুর গ্রামে এক নাবালিকার বিয়ে আটকাতে যান তিনি। সেখান থেকে ওই নাবালিকা এবং তাঁর আত্মীয়দের শালবনি থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত পুলিশ আধিকারিক সুদীপ চট্টোপাধ্যায় তা নিতে অস্বীকার করেন বলে অভিযোগ।
জয়েন্ট বিডিওর দাবি, তাঁকে থানা থেকে বেরিয়ে যেতে বাধা দেওয়া হয়। আটকে রাখা হয় তাঁর গাড়িও। বাধ্য হয়ে উদ্ধার হওয়া নাবালিকা এবং তাঁর আত্মীয়দের গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করেন তিনি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই জয়েন্ট বিডিও। ঘটনায় পুলিশের কোন প্রতিক্রিয়া মেলেনি।
নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে এবার পুলিশের হাতে খোদ জয়েন্ট বিডিওর হেনস্থা হওয়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Dec 2017 10:51 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -