কুলটি: বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি। আবারও ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কুলটি। রবিবার থেকে বাড়িতে ছিলেন না কুলটি কলেজের অধ্যাপিকা চুমকি বিশ্বাস। শুক্রবার বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। খোলা অবস্থায় পড়ে রয়েছে আলমারি। সোনার গয়না থেকে নগদ, খোয়া গিয়েছে সর্বস্ব।

এই ঘটনার তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ। গত কয়েক মাসে কুলটিতে একের পর এক চুরির ঘটনা ঘটেছে। সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতে ফের চুরি। প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।