সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের শীতের মুড স্যুইং! ঠান্ডা আমেজে উইকএন্ড কাটলেও, সপ্তাহের শুরুতে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। যদিও রবিবাসরীয় সকালে লেপ-কম্বলের ভেতর থেকেই ঘুম ভাঙল তিলোত্তমার। কলকাতায় সেই অর্থে হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও মাঘের শুরুতে ক্রিজে তুফান তুলছে শীতের ব্যাটিং। উত্তুরে হাওয়ার দাপটে শনিবারের চেয়ে রবিবার শীতের আমেজ আরও প্রকট হল কলকাতায়। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

তবে এই পরিস্থিতি দীর্ঘায়িত হবে না বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। সোমবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী ৩ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার পাশাপাশি, রবিবার জেলাজুড়েও কনকনে শীত।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ পুরুলিয়া- ৫.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ রবিবার সকালে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার দাপট দেখা যায়। ঘন কুয়াশার চাদরে মুড়েছে দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নেবে মঙ্গলবার।

রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এরকম- আসানসোল ৯ ডিগ্রি ( শনিবার ছিল ১০.৩), বালুরঘাট ৯.৮ (শনিবার ছিল ৮.৮), বাঁকুড়া ৯.৯ (শনিবার ছিল ১১.৪ ), ব্যারাকপুর ১২.২ (শনিবার ছিল ১২.৩), বহরমপুর ৮.৪ (শনিবার ছিল ৮.২), বর্ধমান ১১.৩ (শনিবার ছিল ১১.৮), ক্যানিং ১৪.৪ (শনিবার ছিল ১৪.৬), কোচবিহার ১৩.১ (শনিবার ছিল ১১.৩), দার্জিলিং ৪.৪ (শনিবার ছিল ৪.২), দিঘা ১৩.৩ (শনিবার ছিল ১৪.৪), কলকাতা ১৪ (শনিবার ছিল ১৪.৬), মালদা ১০ (শনিবার ছিল ১০.৮), পানাগড় ৭.৬ (শনিবার ছিল ১০.১), পুরুলিয়া ৫.৪ (শনিবার ছিল ৭.৪), শিলিগুড়ি ১১.৯ (শনিবার ছিল ১২), শ্রীনিকেতন ৯.৩ (শনিবার ছিল ১০)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তার পর থেকে পরপর তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ফের ২১ জানুয়ারি বিকেল থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী দু’দিন মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে। এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।