মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের তপনে এক ব্যবসায়ীকে মারধর করে অপহরণের অভিযোগ। তাঁর স্ত্রীকেও মারধর করে টাকা, গয়না ও মোবাইল ফোন লুঠের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত চলছে।


ক্রেতা সেজে বাড়িতে ঢুকে বেকারি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের তপনে।পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর নাম অসীম প্রামাণিক। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ঘটনার সূত্রপাত।


ব্যবসায়ীর স্ত্রীর দাবি, স্বামীকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করেন। ফোনের অপরপ্রান্ত থেকে ওই ব্যক্তি বলেন, তাঁরা কয়েকজন শ্মশানযাত্রী রয়েছেন। তাঁদের বেশকিছু পাউরুটি লাগবে। কিন্তু, ব্যবসায়ী যখন পাল্টা জানান, পাউরুটি নেই, বিস্কুট আছে। তা নিতেই রাজি হয়ে যান অজ্ঞাতপরিচয় ব্যক্তি।


ব্যবসায়ীর স্ত্রীর দাবি, কিছুক্ষণের মধ্যেই তিন যুবক তাঁদের বাড়িতে আসেন। এরপরই এক যুবক তাঁর স্বামীকে চাকু দিয়ে আঘাত করে। স্বামীকে বাঁচাতে এসে ধারাল অস্ত্রের আঘাতে আক্রান্ত হন স্ত্রীও।


এমনকী তাঁর মুখ ও দু’হাত গামছা দিয়ে বেঁধে দেওয়া হয়। অভিযোগ, এরপরই টাকা, সোনার গয়না ও মোবাইল ফোন লুঠ করে ব্যবসায়ীকে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।