কলকাতা: সাড়ে তিনবছর বাদে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। ঘাসফুল শিবিরের প্রাক্তন সৈনিক তৃণমূল ভবনে বসেই 'ঘরে' ফেরার কথা জানালেন। মাঝে কখনও যে তৃণমূলের সঙ্গে মনোমালিন্য হয়নি, সেটাও জুড়লেন। যে কথায় সহমত পোষণ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বিজেপি শিবিরের পক্ষ থেকে মুকুল রায়ের দলছাড়া প্রসঙ্গে তাকে খোঁচাও দেওয়া হল। আর বাম-কংগ্রেসের তরফেও দল-বদলের প্রসঙ্গে উড়ে গেল খোঁচা। সবমিলিয়ে সরগরম রইল রাজ্য রাজনীতি। আর মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের যে খবর নিয়ে সরগরম রইল নেটমাধ্যমও। সারাদিন ধরে নিজেদের বিভিন্ন মতামত প্রকাশ করলেন নেটিজেনরা।


আজ সকাল থেকেই তৃণমূলে প্রত্যাবর্তনের গুঞ্জন ফিরতেই নেট-জগতে ভিড় করতে শুরু করে একাধিক মতামত। বেশিরভাগ মিমে ছেয়ে যায় অন্তর্জাল। সোনার কেল্লার বিখ্যাত একটি দৃশ্যের ছবি সামনে তুলে ধরে শিশুচরিত্র মুকুলের ছবির নিচে 'আমি বাড়ি যাবো!' লেখা ঘুরতে শুরু করে ইন্টারনেটে। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে মুকুল রায় জানান, 'আমি বিজেপি ছেড়ে এসেছি তৃণমূল, এখন বাংলার যা পরিস্থিতি, তাতে বিজেপিতে কেউ থাকবে না।' যে বক্তব্যের পরই ভাইরাল হয় আরও একটি মিম। যেখানে মজার ছলে ফেরার কারণ বলতে গিয়ে শিশুচরিত্র মুকুল বলছে 'ওটা দুষ্টু লোক'।



এদিন তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে তৃণমূলে বরণ করে নেন মুকুল রায়কে। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জাভেদ খানের মতো দীর্ঘদিনের তৃণমূলের নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ও 'ঘরের ছেলে ঘরে ফিরল' বলে কাছে টেনে নেন একদা সেকেন্ড ইন কমান্ডকে। আর তৃণমূলের প্রাক্তন কর্মীদের একসঙ্গে হওয়াকে হালকা মোড়কে দেখাতে শীর্ষস্থানীয় তৃণমূল নেতাদের ছবি দিয়ে তার নিচে লাগিয়ে দেওয়া 'ফ্রেন্ডস'-র লোগো। জনপ্রিয় যে সিরিজের রিইউনিয়নের রেশ এখনও টাটকা নেটমহলে। 



এদিকে, প্রত্যাবর্তনের এই পথে মুকুল রায়কে লক্ষ্য করে উড়ে এসেছে খোঁচাও। তৃণমূল ছেড়ে একঝাঁক নেতার বিজেপিতে যাওয়া ও এখন মুকুল রায়ের ফিরে আসা প্রসঙ্গে বাম নেতা অশোক ভট্টচার্য যেমন খোঁচা দিয়েছেন, 'শুধু আসা-যাওয়া, শুধু স্রোতে ভাসা।' তেমনই তাঁর মতোই খোঁচার সুর বাম মনস্ক অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। তিনি ফেসবুকে মুকুল রায়ের প্রত্যাবর্তন নিয়ে বর্তমান অপর এক বিতর্ক টেনে খোঁচা দিয়ে লিখেছেন, 'বিজেপিতে এতদিন যোগদান করিনি, লিভ-ইনে ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না। ইতি মুকুল রায়।' অনেকে আবার 'রঙ', 'ফুল' বদলানোর মতো কথা বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। 



সবমিলিয়ে মুকুল রায়ের তৃণমূলে ফেরার দিনে দিনে মিম- খোঁচা থেকে আবেগপ্রবণ প্রত্যাবর্তনের স্বাগত জানানো, সব নিয়েই সরগরম রইল।