সৌরভ বন্দ্যোপাধ্যায়,হুগলি: কয়েকদিনের বৃষ্টিতে শ্রীরামপুর শহরের বেশ কিছু এলাকা জলের তলায়। বাড়িতে জল ঢুকে গেছে। রায়লান্ড রোড, জিতেন লাহিড়ী রোড, নন্দী মাঠ, কুমিরযারা এই সব এলাকায় জলের তলায় চলে গিয়েছে রীতিমতো। পুজোর পরেও প্লাবনের ঘোলা জলে যেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকায়।  কারণ এই জলের সঙ্গেই মিশে রয়েছে এলাকার বানভাসি মানুষের দীর্ঘশ্বাস আর কষ্ট। 


এদিকে লক্ষ্মীপুজোতেও বৃষ্টি-দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘনীভূত নিম্নচাপ। তার জেরে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।


শরৎ পেরিয়ে দোরগোড়ায় হাজির হেমন্ত। তবুও যেন বর্ষা-বিদায়ের বালাই নেই। অক্টোবরের শেষেও, বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বৃষ্টি। পুজোয় ২-৩দিন রেহাই দিলেও, তার আগে পড়ে, ভাসিয়েছে নিম্নচাপের বৃষ্টি। এবার লক্ষ্মীপুজোতেও দক্ষিণবঙ্গে দুর্যোগ। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে, বুধবার পর্যন্ত রাজ্যের সর্বত্রই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মালদা ও দুই দিনাজপুরেও হলুদ সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই তিন জেলা ও জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু অংশে জারি করা হয়েছে কমলা সতর্কতা।


আরও পড়ুনঃ লক্ষ্মীপুজো কাটলেই উপনির্বাচনের প্রচারে অভিষেক, কবে-কোথায় কর্মসূচি ?