রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মা-ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার ছুটির সকাল, বাঁশ বাগানের মধ্যে থেকে মা ও সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। রানিতলা থানার দেবাইপুর এলাকার বাঁশ বাগান থেকে ১ বছরের সন্তান-সহ মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এদিন। 


তাহেরা বিবির পরিবারের অভিযোগ, শফিক শেখই তাঁর স্ত্রী এবং সন্তানকে মেরে ঝুলিয়ে দিয়েছে। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিতলা থানার পুলিশ। রানিতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং পরে ময়নাতদন্তের জন্য লালবাগ মহাকুমার পাঠান হয়। 


স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম তাহেরা বিবি বয়স কুড়ি। ছেলের বয়স মাত্র ১ বছর। মৃতের বাবার বাড়ি রানিতলা থানার দাদমাটি গ্রামে। বছর পাঁচেক আগে ইসলামপুর থানার চর পাড়া এলাকার শফিক শেখের সঙ্গে বিয়ে হয় তাহেরা বিবির। বিয়ের পর থেকেই লেগে থাকত নিত্য় অশান্তি। একটি সাড়ে তিন বছরের মেয়ে ও ১ বছরের একটি ছেলে রয়েছে তাঁদের। 


মৃতের মায়ের কথায়, গত পরশুদিন রাতে জামাই তার দুই বন্ধুকে সঙ্গে করে নিয়ে এসে মেয়েকে নিয়ে যায়।' উল্লেখ্য তাহেরা বিবির বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার। দুই বাড়ির মাঝামাঝি দেবাইপুর বাঁশবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মৃতের। খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে রানিতলা থানার পুলিশ। 


এদিন আরও একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে কোচবিহারে। চাকরি না পেয়ে আত্মহত্যা করলেন যুবক। ঘটনা কোচবিহারের শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামের।  জানা গিয়েছে, আশা ছিল স্কুল শিক্ষক হবেন। সমাজ গড়ার কারিগর হিসেবে পরিচিতি হবে। পরিবারের দাবি, তাই শুধু পরীক্ষা দেওয়াই নয়, এক আত্মীয়কে টাকা পর্যন্ত দিয়েছিলেন যুবক। কিন্তু মেধাতালিকায় নাম নেই। পরিবারের দাবি, চাকরি না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।  মৃত যুবকের নাম কৈলাস বর্মন। ঘটনার তদন্ত শুরু করেছে  শীতলকুচি থানার পুলিশ।