সকাল ৮টা নাগাদ সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে কাঠ খোলার জন্য নামেন এক শ্রমিক। অভিযোগ, তিনি অসুস্থ বোধ করায়, আরেক শ্রমিক তাঁকে উদ্ধার করতে যান। এরপর সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন তৃতীয় শ্রমিক। স্থানীয়দের দাবি, তিন শ্রমিকই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ২ ঘণ্টা পরে নবদ্বীপ থানার পুলিশ ও দমকলকর্মীদের চেষ্টার তিনটি দেহ উদ্ধার হয়। মৃত সন্তু দেবনাথের বাড়ি নবদ্বীপ স্টেশনের কাছে। কৃষ্ণ হালদার প্রাচীন মায়াপুরের বাসিন্দা। তৃতীয় শ্রমিকের পরিচয় মেলেনি
নবদ্বীপে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ৩টি দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2017 10:09 AM (IST)
NEXT
PREV
নবদ্বীপে: নদিয়ার নবদ্বীপে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক উদ্ধার ৩টি দেহ। নবদ্বীপ পুরসভার উডবার্ন রোডের নির্মীয়মাণ বাড়িটিতে ঢালাইয়ের কাজে ব্যবহার হওয়া কাঠ খোলা হচ্ছিল।
সকাল ৮টা নাগাদ সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে কাঠ খোলার জন্য নামেন এক শ্রমিক। অভিযোগ, তিনি অসুস্থ বোধ করায়, আরেক শ্রমিক তাঁকে উদ্ধার করতে যান। এরপর সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন তৃতীয় শ্রমিক। স্থানীয়দের দাবি, তিন শ্রমিকই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ২ ঘণ্টা পরে নবদ্বীপ থানার পুলিশ ও দমকলকর্মীদের চেষ্টার তিনটি দেহ উদ্ধার হয়। মৃত সন্তু দেবনাথের বাড়ি নবদ্বীপ স্টেশনের কাছে। কৃষ্ণ হালদার প্রাচীন মায়াপুরের বাসিন্দা। তৃতীয় শ্রমিকের পরিচয় মেলেনি
সকাল ৮টা নাগাদ সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে কাঠ খোলার জন্য নামেন এক শ্রমিক। অভিযোগ, তিনি অসুস্থ বোধ করায়, আরেক শ্রমিক তাঁকে উদ্ধার করতে যান। এরপর সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন তৃতীয় শ্রমিক। স্থানীয়দের দাবি, তিন শ্রমিকই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ২ ঘণ্টা পরে নবদ্বীপ থানার পুলিশ ও দমকলকর্মীদের চেষ্টার তিনটি দেহ উদ্ধার হয়। মৃত সন্তু দেবনাথের বাড়ি নবদ্বীপ স্টেশনের কাছে। কৃষ্ণ হালদার প্রাচীন মায়াপুরের বাসিন্দা। তৃতীয় শ্রমিকের পরিচয় মেলেনি
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -