লালগড়: লালগড়ের রাঙামাটির জঙ্গলে ফের দেখা মিলল বাঘের! বন সুরক্ষা কর্মীদের দাবি, আজ সকালে কাজে যাওয়ার সময় বাঘটিকে জঙ্গলের মধ্যে দেখতে পান তাঁরা। বাঘের খোঁজে রাঙামাটির জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বনকর্মীরা।
গতকাল পশ্চিম মেদিনীপুরের বাগঘোরা জঙ্গলে বাগে পেয়েও একটুর জন্য ফস্কে গিয়েছিল বাঘটি। তা র আক্রমণে জখম হন ৩ শিকারি। তাঁদের দাবি, আত্মরক্ষার জন্য অস্ত্র নিয়ে বাঘটিকে প্রতিহত করতে যাওয়ায় রয়্যাল বেঙ্গলটিও অল্পবিস্তর জখম হয়েছে।
রাঙামাটির জঙ্গলে ঘুরছে বাঘ, আতঙ্কে কাঁপছে লালগড়
ABP Ananda, Web Desk
Updated at:
31 Mar 2018 08:51 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -