ঝাড়গ্রাম ও বাঁকুড়া: লালগড়ের মধুপুরের পর আতঙ্ক গ্রাস করেছে ঝাড়গ্রামের ধেড়ুয়া ও বাঁকুড়ার সারেঙ্গা এলাকায়। শনিবার থেকে খাঁচা পাতা হয়েছে লালগড়ের মধুপুর জঙ্গলে। কিন্তু বাঘের দেখা নাই।
উল্টে ঝাড়গ্রামের ধেড়ুয়ার কাছে শিয়ারমণি গ্রামে দেখা দিয়েছে বাঘের পায়ের ছাপ, দেখা দিয়েছে আতঙ্ক। শুধু পায়ের ছাপই নয়, গ্রামে লক্ষ্মী মাহাতর বাড়ির সামনে বাঘ দেখতে পেয়েছেন বলে দাবি প্রতিবেশী বুন্দিরাম মাহাতোর।
মধুপুরের পাশাপাশি, শিয়ারমণিতেও শুরু হয়েছে বাঘ তল্লাশি। জিপিএস সেট নিয়ে বোঝার চেষ্টা হচ্ছে বাঘের অস্তিত্ব। বন দফতর সূত্রে খবর, ঘুম পাড়ানি গুলি চালানোয় দক্ষ কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে।
সুন্দরবন থেকে আর একটি বিশেষ দল আনা হচ্ছে ঝাড়গ্রামে। আনা হচ্ছে আরও দু’টি খাঁচা। মধুপুর জঙ্গল থেকে একটি খাঁচা তুলে এদিন পাতা হয় ধেড়ুয়ায়। সুন্দরবন থেকে নতুন ২টি খাঁচা এসে গেলে দু’জায়গাতে আরও একটি করে পাতা হবে।
অন্যদিকে, বাঁকুড়ার সারেঙ্গাতেও বাঘের আতঙ্ক। দিনকয়েক আগে একটি সর্ষে খেতে বাঘ দেখা গিয়েছে বলে দাবি গ্রামবাসীদের।রবিবার গ্রামের ভিতরে বাঘের পায়ের ছাপ দেখা যায় বলেও দাবি।
যদিও বন দফতরের দাবি, বাঘ নয়, এগুলি হায়নার পায়ের ছাপ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এবার ডোরাকাটা-আতঙ্ক ঝাড়গ্রামের ধেড়ুয়া ও বাঁকুড়ার সারেঙ্গা এলাকায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2018 12:29 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -