কলকাতা: নকশালবাড়ির মাহালি দম্পতি বলছেন, তাঁরা, স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন! কিন্তু বিজেপি দাবি করে চলেছে, তাঁদের জোর করে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রং এর কাজ করতেন। টিএমসি এসে বলে যেতে হবে। স্ত্রীকে নিয়ে যায়। মুচলেকা লেখনো হয়। রাজ্য রাজনীতির এত অধঃপতন হয়নি!
অমিত শাহের সঙ্গে এই দরিদ্র পরিবারের দাওয়ায় বসে ভাত খেয়েছিলেন দিলীপ ঘোষও! নিজেদের সামর্থ্য অনুযায়ী সেদিন অতিথি আপ্যায়ণ করেছিল গরীব মাহালি দম্পতি। কারোর থেকে কোনও পয়সা নেয়নি। আজ সেই মাহালি পরিবারই তৃণমূলে যোগ দেওয়ার পর চাঞ্চল্যকর দাবি করছেন দিলীপ ঘোষ। বলেন, শুনছি ওদের তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে।
দলের সর্বভারতীয় সভাপতি যাঁর বাড়িতে ভাত খেয়েছেন, যে আদিবাসী পরিবারের বাড়িতে বিজেপি সভাপতির মধ্যাহ্নভোজের ছবি গোটা দেশে সম্প্রচারিত হয়েছে, সেই পরিবারই কি না তৃণমূলের পতাকা হাতে! এমন দৃশ্য দেখে তড়িঘড়ি রাজ্যে ছুটে এসেছেন কৈলাস বিজয়বর্গীয়! তাঁর গলাতেও দিলীপ ঘোষদের সুর!
পাল্টা খোঁচা দিয়ে তৃণমূলের কটাক্ষ, নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিজেপি আজগুবি গল্প ফাঁদছে।
দলিত পরিবার হাতছাড়া হয়ে যাওয়ার পর বিজেপির গলায় এখন দেহতত্বের সুর। দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাবি, ওদের মন বিজেপিতে আছে। ভোট বিজেপিকেই দেবে। পাল্টা খোঁচা দিয়ে তৃণমূল বলছে, অমিত শাহ খেয়ে চলে যাওয়ার পর যে হত দরিদ্র পরিবারের খোঁজ পর্যন্ত রাখেনি বিজেপি নেতৃত্ব, তাদের মন কিংবা শরীর, কোনও কিছু নিয়েই কথা বলার অধিকার বিজেপির নেই। আসল সত্যিটা মাহালি পরিবারই নিজেই বলে দিচ্ছে।
দু’পক্ষ তাদের নিয়ে তাল ঠুকে চলেছে। আর মাহালি দম্পতি বলছেন, যা সিদ্ধান্ত নেওয়ার নিজেরা নিয়েছেন। নিজেদের ঘরে এবার শান্তিতে সংসার করতে চান।