কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজে বাড়তি গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ‘গ্রামীণ অর্থনীতি বিকাশে সমবায়ের ভূমিকা’ সংক্রান্ত আলোচনা সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সমবায় নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত হবে হাই পাওয়ার্ড কমিটি। তিনি বলেন, সমবায় ব্যবস্থায় বদল ঘটাব। এর জন্য একটি হাই পাওয়ার্ড কমিটি গঠন করা হবে। মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি হবে এই কমিটি। ৬ মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে।
কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীকে আরও ঋণ দেওয়ার উপরও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। বলেন, এ বছর স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে। ইতিমধ্যেই ৬১২ কোটি টাকা ঋণ দেওয়া হয়ে গিয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।৭০ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। আরও ২৬ লক্ষ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে।
এখনও বহু গ্রাম আছে যেখানে ব্যাঙ্ক পৌঁছয়নি। সেখানকার অর্থনীতি মূলত সমবায় সমিতির উপরই নির্ভরশীল। সরকারি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ২৮ হাজার সমবায় সমিতি রয়েছে। যার মোট সদস্য সংখ্যা ৪৬ লক্ষ। এই ২৮ হাজার সমবায় সমিতির সঙ্গে ২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী যুক্ত। তাদের সদস্য সংখ্যা মোট ১৮ লক্ষ। এই ১৮ লক্ষের মধ্যে আবার ৮০ শতাংশই মহিলা।
পর্যবেক্ষকদের একাংশের মতে, এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটের আগে সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠীর উপর বাড়তি গুরুত্ব দিয়ে উন্নয়নের বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে গ্রামের মানুষের মন জয় করা যায়।