বহরমপুর: মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা।

গতকাল রাত সোয়া ১০টা নাগাদ খাগড়াঘাট স্টেশন রোডে নিজের দোকানে বসেছিলেন রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আকবর আলি। অভিযোগ, সেইসময় ২টি বাইকে চড়ে ৪ দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পঞ্চায়েত প্রধানের পায়ে লাগে। পালাতে গিয়ে পড়ে আহত হন দোকানের কর্মচারী সইফুল শেখ। দু জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতেই হাসপাতালে যান ডোমকল পুরসভার চেয়ারম্যান, তৃণমূল নেতা সৌমিক হোসেন। তাঁর অভিযোগ, সিপিএম-আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের পাল্টা দাবি, পঞ্চায়েতের কাজের টাকার বখরা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূল পঞ্চায়েত প্রধানের ওপর এই হামলা।