জলপাইগুড়ি: কেএলও প্রধান জীবন সিংহের স্ত্রী ভারতী সিংহের অস্বাভাবিক মৃত্যু হল। গতকাল রাতে রেখা রাজবংশী পরিচয়ে, নেপাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, কেএলও প্রধানের স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা ছিল।
খবর পেয়ে হাসপাতালে আসে মাটিগাড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তারা জীবন সিংহর দুই নাবালিকা মেয়েকে আটক করে। রাতে তাদের সরকারি হোমে রাখা হয়।
সূত্রের খবর, বর্তমানে মায়ানমারে রয়েছেন কেএলও প্রধান জীবন সিংহ। স্ত্রীর মৃত্যুর পর তিনি ভারতে আসতে পারেন, এই সম্ভাবনায় শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কেএলও প্রধান জীবন সিংহের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Jul 2017 10:12 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -