কলকাতা: আজ ২১ জুলাইয়ের সমাবেশ। ২ দিন ধরেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা।
সকালে হাওড়া থেকে কলকাতামুখী তৃণমূল সমর্থকদের মিছিল। গন্তব্য ধর্মতলা চত্বর। ট্রেনে চড়ে বিভিন্ন জেলা থেকে তৃণমূল সমর্থকদের ঢল হাওড়া স্টেশনে।
মুর্শিদাবাদে বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেন তৃণমূল সমর্থকরা।
পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল দুর্গাপুর স্টেশনে। বাঁকুড়া থেকেও বহু তৃণমূল সমর্থক কলকাতায় আসার জন্য দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনে চড়েছেন। সকালের ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার, অগ্নিবীণা এক্সপ্রেস ও কোলফিল্ড এক্সপ্রেসে শাসকদলের সমর্থকদের ভিড়।
সব পথ মিশেছে ধর্মতলায়, জেলা থেকে দলে দলে আসছেন তৃণমূল সমর্থকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2017 07:49 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -