উলুবেড়িয়া/নোয়াপাড়া:  কয়েক মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন। তার ঠিক আগে দুটি কেন্দ্রের উপনির্বাচনেই বড় জয় পেল তৃণমূল। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র এবারও তারা ধরে রাখল। উপরি পাওনা, গতবার বামেদের সমর্থনে কংগ্রেসের জেতা বিধানসভা আসন, নোয়াপাড়া!
২০১৬ সালের বিধানসভা ভোটে, দক্ষিণবঙ্গে হাতে গোনা যে কয়েকটি আসনে তৃণমূল হেরেছিল, তার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া। দু’বছরের মাথায় হওয়া উপনির্বাচনে সেই আসনেই বড় ব্যবধানে জয় পেল তৃণমূল। ৬৩ হাজার ১৮ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের সুনীল সিংহর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১ হাজার ৭২৯। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই নোয়াপাড়াতেই তৃণমূলের মঞ্জু বসু পেয়েছিলেন, ৭৮ হাজার ৪৫৩ ভোট।
অনেকের মতে, নোয়াপাড়ার এই নির্বাচন ছিল তৃণমূলের ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায়ের মধ্যে প্রেস্টিজ ফাইট। সেই মর্যাদার লড়াইয়ে শুধু জেতাই নয়, পঞ্চাশ শতাংশের বেশি ভোট নিজেদের দিকে নিয়ে গেল তৃণমূল। ২০১৬ সালে তারা নোয়াপাড়ায় পেয়েছিল ৪২.১৯%। এবার এক লাফে সেটাই পৌঁছে গিয়েছে ৫৩.৫১%-এ। অর্থাৎ ভোট বাড়ল প্রায় ১১ শতাংশ।
অকাল ভোট হয়েছিল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রেও। সেখানেও বিপুল ব্যবধানে জয় পেল তৃণমূল। প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ জয়ী হয়েছেন ৪ লক্ষ ৭৪ হাজার ৫১০ ভোটে। সাজদা আহমেদ পেয়েছেন ৭ লক্ষ ৬৭ হাজার ৫৫৬ ভোট। ২১০৪ সালে সুলতান আহমেদ পেয়েছিলেন ৫ লক্ষ ৭০ হাজার ৭৮৫ ভোট। ভোট শতাংশের নিরিখেও প্রয়াত স্বামীকে ছাপিয়ে গিয়েছেন স্ত্রী। সাজদা আহমেদ এবার পেয়েছেন ৬০.৯৯ অর্থাৎ‍ প্রায় ৭০% ভোট। গতবার সুলতান আহমেদ পেয়েছিলেন ৪৮.৪৬% ভোট। অর্থাৎ তৃণমূলের প্রায় ২২ শতাংশ ভোট বাড়ল।


 উল্লেখযোগ্যভাবে ভোট বাড়িয়ে দু’জায়গাতেই দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি। দুটি কেন্দ্রেই তৃতীয় স্থানে নেমে গেল বামেরা। নোয়াপাড়া ও উলুবেড়িয়া, দু’জায়গাতেই কংগ্রেসকে সন্তুষ্ট থাকতে হল চতুর্থ স্থান পেয়ে। নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৮ হাজার ৭১১টি ভোট। যদিও ২০১৬ সালে পদ্ম শিবিরের অমিয় সরকার ২৩ হাজার ৫৭৯ ভোট পেয়েছিলেন। ২ বছর আগে বিজেপি নোয়াপাড়ায় মাত্র ১২.৬৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। উপনির্বাচনে সেটাই বেড়ে হয়েছে ২০.৩৬%! অর্থাৎ ভোট বেড়েছে প্রায় আট শতাংশ।
নোয়াপাড়ার মতো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রেও দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। তাদের প্রার্থী অনুপম মল্লিক পেয়েছেন ২ লক্ষ ৯৩ হাজার ৪৬টি ভোট। গত লোকসভা নির্বাচনে তৃতীয় স্থানে থাকা বিজেপি এখানে পেয়েছিল ১ লক্ষ ৩৭ হাজার ১৩৭টি ভোট। এবারের উপনির্বাচনে তারাই দ্বিতীয় স্থানে উঠে এসে ২৩.২৯% ভোট নিজেদের ঝুলিতে টেনেছে। যদিও গতবার বিজেপি উলুবেড়িয়ায় মাত্র ১১.৬৪% ভোট পেয়েছিল।
অর্থাৎ এক্ষেত্রে বিজেপির ভোট বেড়েছে প্রায় ১২ শতাংশ