মহেশতলা (দক্ষিণ ২৪ পরগনা): উপনির্বাচনে মহেশতলায় ঝড় তুলল ঘাসফুল। ২০১৬ সালের বিধানসভা ভোটের থেকে প্রায় পাঁচগুণ ব্যবধান বাড়িয়ে এই বিধানসভা কেন্দ্রে হাতে রাখল তৃণমূল।
২০১৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল জিতেছিল ১২ হাজার ৪৫২ ভোটে। দু’বছর পর এই কেন্দ্রের উপনির্বাচনে তাদের জয়ের ব্যবধান বেড়ে হল ৬২ হাজার ৮২৭।
মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার তৃণমূল প্রার্থী ছিলেন দুলাল দাস। ২০১৬ সালে মহেশতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কস্তুরী দাস পেয়েছিলেন ৯৩ হাজার ৬৭৫টি ভোট। শতাংশের বিচারে প্রায় ৪৮ শতাংশ। এবার সেখানে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দুলাল দাস পেয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৮১৪ টি ভোট।
তৃণমূলের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও গত কয়েকটি উপনির্বাচনের ধারা বজায় রেখে মহেশতলায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। আর দ্বিতীয় স্থান থেকে সিপিএম চলে গিয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী সুজিত ঘোষ পেয়েছেন ৪১ হাজার ৯৮৭টি ভোট। সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ৩১৬টি ভোট।
তৃণমূল অবশ্য বিরোধীরা কে কোথায়, তা নিয়ে মাথা ঘামাতেই নারাজ। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা জোট-ঘোঁট করুক। জনভিত্তি নেই। ভোট হলেও বিরোধীদের হার, না হলেও হার।
তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে মহেশতলা কেন্দ্রে উপনির্বাচন হয়। সেখানে তৃণমূলের জয়ের ট্র্যাডিশন তো অক্ষুণ্ণ রইলই, জয়ের ব্যবধান আগেরবারের তুলনায় বাড়ল প্রায় পাঁচ গুণ।
মহেশতলা উপনির্বাচন: ব্যবধান প্রায় পাঁচগুণ বাড়িয়ে ৬২,৮২৭ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী দুলাল দাস, শক্তি বৃদ্ধি করে দ্বিতীয় বিজেপি
ABP Ananda, Web Desk
Updated at:
31 May 2018 08:18 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -