খড়গপুর: খড়গপুরে কম্পিউটার পরিচালিত নতুন ইন্টার লকিং পরিষেবার কাজ চলায় আজও ব্যাহত ট্রেন চলাচল। আজ খড়গপুর স্টেশন থেকে ৯০ শতংশ লোকাল ট্রেনই বাতিল করা হয়েছে। পাশাপাশি আগামিকাল ২৪ ঘণ্টাই খড়গপুর স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

আজ ওড়িশা থেকে খড়গপুরগামী ট্রেনগুলোকে হিজলি পর্যন্ত, হাওড়া থেকে আসা ট্রেনগুলিকে বালিচকে, টাটার দিক থেকে আসা ট্রেনকে কলাইকুন্ডা এবং মেদিনীপুরের দিক থেকে আসা ট্রেনগুলিকে গিরি ময়দান স্টেশনে থামিয়ে দেওয়া হচ্ছে। খড়গপুর স্টেশন থেকে ওইসব স্টেশনে পৌঁছতে রেলের তরফে ২টি বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ যাত্রীদের।