বাঁকুড়া: কলকাতায় আদিবাসী সম্মেলনে যোগ দিতে রাজ্য পরিবহণ দফতরে বাসের জন্য আবেদন করা হয়েছিল। টাকা দেওয়া সত্ত্বেও পর্যাপ্ত বাস না মেলার অভিযোগে বাঁকুড়ার রাইপুরে পথ অবরোধ সাঁওতাল সংগঠনের। রানি রাসমনি রোডে আজ আদিবাসীদের সম্মেলনে যোগ দিতে, রাজ্য পরিবহণ দফতরের কাছে ৫৬টি বাস দেওয়ার আবেদন জানায় সাঁওতাল সংগঠন। অভিযোগ, বুকিংয়ের টাকা জমা দেওয়া সত্ত্বেও এদিন ভোরে মাত্র ১৪টি বাস দেওয়া হয়। প্রতিবাদে সকাল সাড়ে ৭টা থেকে রাইপুরের কাছে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন সাঁওতাল সংগঠনের সদস্যরা। সংগঠনের তরফে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা। মুখ্যমন্ত্রী আদিবাসীদের উন্নয়নের কথা বলেন, আদতে এটাই উন্নয়নের ছবি, কটাক্ষ বিজেপির।

রবিবার সকালে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর রাইপুর সবুজ বাজারের পাশাপাশি সারেঙ্গার পিরলগাড়ি মোড় সহ জঙ্গল মহলের একাধিক জায়গায় এই অবরোধ চলছে বলে জানা গেছে।

আর  রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা ঘিরে সরগরম স্থানীয় রাজনীতিও। এই  বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, অবরোধের খবর পেয়েছি। আমি নিজে ওনাদের সঙ্গে যোগাযোগ করছি। সমস্যা সমাধান করে দেওয়া হবে বলে তিনি জানান।

বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র শাসক দলকে 'সাম্প্রদায়িক' আখ্যা দিয়ে বলেন, আদিবাসী, মাহাতো, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছে তৃণমূল। টাকা নিয়েও বাস না দেওয়ার পিছনে মূল কারণ হল  যাতে নিজেদের দাবী দাওয়া নিয়ে আদিবাসীরা আন্দোলন না করতে পারেন।  সেজন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে বিজেপি নেতা দাবি করেছেন।