কলকাতা: বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেইমতো গতরাতে  নামল বৃষ্টি।   রাজ্যজুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।নিউটাউনে শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে।  আজও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শিলা বৃষ্টি হতে পারে। কাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। আজ রাত থেকেই নামতে পারে তাপমাত্রা। বুধবার পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবারের  তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি।    এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।


বৃষ্টির পর সোমবার থেকে ফের শুরু হবে শীতের ছোট্ট ইনিংস, আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।

আগের দুদিনের তুলনায়  শনিবার সকালের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা হলেও কম ছিল।  আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস দেওয়া হয়েছিল, শনিবার রাত থেকে রবিবার সকালে মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশাপাশি বৃষ্টি হতে পারে  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া,মুর্শিদাবাদ,বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান,বাঁকুড়া,পুরুলিয়া ও হুগলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। দু-এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল।

আবহাওয়া দফতর জানিয়েছে,  সোমবার থেকে ফের নামবে তাপমাত্রার পারদ। বুধবার পর্যন্ত তাপমাত্রা নামতে পারে ২-৪ ডিগ্রি। বৃহস্পতিবার ফের চড়বে তাপমাত্রার পারদ।

জানুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রা কিছুটা চড়লেও রাজ্যে শীত ফের স্বমহিমায় ফিরে  এসেছিল।  বিগত কিছুদিন জমিয়ে শীত পড়েছিল রাজ্যজুড়েই।  ফেব্রুয়ারির প্রথম কয়েকদিন জমিয়ে শীত ছিল রাজ্যজুড়েই। গত সোমবার ছিল  মরসুমের দ্বিতীয় শীতলতম দিন। শুধু তাই নয়, ১০ বছরে কলকাতার শীতলতম ফেব্রুয়ারিও বটে। ওইদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।