উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে আবার ফিরছে সম্পূর্ণ লকডাউন। এবার থেকে সপ্তাহে দু’দিন করে সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে বলে গতকাল জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রসচিব।
সেই সঙ্গে আরও একটি উদ্বেগের বিষয় উঠে এসেছে স্বরাষ্ট্রসচিবের কথায়। গতকালের সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্যের কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে তাঁদের ধারণা।
১৯ জুলাই পর্যন্ত শুধু রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন ছিল। কিন্তু, গত কয়েকদিন ধরে রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।
এই পরিস্থিতিতে সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরই স্বরাষ্ট্রসচিব জানান, এই সপ্তাহ থেকে আবারও সারা রাজ্যে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন শুরু হচ্ছে। অগাস্ট মাসজুড়ে তা হবে বলেও জানানো হয়েছিল।