বাঁকুড়া: যাদের খুন করার সময় তার হাত কাঁপেনি, ঠাণ্ডা মাথায় যাদের দেহ সে লোপাট করে দিয়েছে, তাদের নামেই নাকি সমাজ কল্যাণের জন্য ট্রাস্ট তৈরি করতে চায় উদয়ন দাস!!!
সূত্রের দাবি, মঙ্গলবার জেরাপর্ব চলাকালীন বাঁকুড়া জেলা পুলিশের কাছে উদয়ন বলে, আমার ফাঁসি হয়ে গেলে, ভোপালের বাড়িতে আকাঙ্খার নামে যেন একটা ট্রাস্ট তৈরি করা হয়। বাবার ফিক্সড ডিপোজিটের টাকা ও মা’য়ের লকারে থাকা গয়না বিক্রি করে, তা যেন সমাজ কল্যাণে ব্যবহার করা হয়।
তদন্তকারীদের একাংশের মতে, চাপে পড়েই হয়তো এমনটা বলছে উদয়ন। বিষয়টিকে এত সহজ করে দেখতে নারাজ আকাঙ্খার পরিবারও। আকাঙ্খার ভাই আয়ুষ শর্মা বলেন, সহানুভূতি আদায়ের চেষ্টা, খুনির সঙ্গে বোনের নাম যুক্ত থাকুক একদমই চাই না।
আকাঙ্খার পরিবারের আইনজীবী সায়ন্তন চৌধুরীর দাবি, সর্বোচ্চ শাস্তির হাত থেকে বাঁচতে উদয়নের কৌশল।