বাঁকুড়া: একের পর এক খুন! দেহ গুম! তারপর টাকা আত্মসাৎ! সবশেষে বাড়ি বিক্রি করে পগারপার! এটাই কি ছিল উদয়ন দাসের আসল ছক? তাকে দফায় দফায় জেরা করে এ বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ। তদন্তকারীদের দাবি, ধরা না পড়লে, মাস দু’য়েকের মধ্যেই ভোপালের বাড়ি বিক্রি করে অন্য কোথাও সরে পড়ার পরিকল্পনা করেছিল উদয়ন। তার আগে আকাঙ্খার বাবা-মা-ভাইকে ভোপালে ডেকে পাঠিয়ে খুন করে, ওই বাড়িতেই লাশ গুম করে রাখার পরিকল্পনাও ছিল তার।
কিন্তু আকাঙ্খার বাবা-মা-ভাইকে খুনের পরিকল্পনা করবে কেন উদয়ন? পুলিশের দাবি, উদয়ন চেয়েছিল ভোপালের সাকেতনগরের বাড়ি বিক্রি করে গা ঢাকা দিতে। একমাত্র আকাঙ্খার বাবা-মাই তার সাকেতনগরের ঠিকানা জানতেন। তাই তাঁদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল সে।
আকাঙ্খার পরিবারের দাবি, আমেরিকার নিয়ে যাওয়ার জন্য, ভিসা করিয়ে দেওয়ার নামে, তাঁদের ভোপাল নিয়ে যেতে চেয়েছিল উদয়ন। পুলিশের অনুমান, সে ভেবেছিল ব্যাঙ্ক ম্যানেজারের মেয়ে আকাঙ্খার অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে। কিন্তু আকাঙ্খাকে খুন করে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে হতাশ হয় সে। ওই অ্যাকাউন্ট থেকে ৭০ হাজার টাকার বেশি পায়নি উদয়ন।
আকাঙ্খার পারিবারিক বন্ধু প্রবীর কুমার চক্রবর্তী বলেছেন, আকাঙ্খার নামে মোটা অঙ্কের স্থায়ী আমানত ছিল। তবে সার্টিফিকেট ছিল বাঁকুড়ার বাড়িতে। টাকা হাতাতেই আকাঙ্খার পরিবারকে ভোপালের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল উদয়ন।
কিন্তু শেষপর্যন্ত আকাঙ্খার পরিবারকে সরিয়ে দেওয়া কিংবা ভোপালের বাড়ি বিক্রি করে গা ঢাকা দেওয়া, উদয়নের কোনও ছকই বাস্তবায়িত হয়নি!
ভোপালের বাড়ি বিক্রি করে গা ঢাকা দেওয়ার ছক ছিল উদয়নের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2017 07:22 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -