রাজা চট্টোপাধ্যায় ও সনৎ ঝা, জলপাইগুড়ি: বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।সিআইডির তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে তৈরি হল নতুন কমিটি।
৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে ১৮ জানুয়ারি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করে মৃত বিজেপি কর্মীর পরিবার। বুধবার ম্যারাথন শুনানির পর বৃহস্পতিবার বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ জানায়, এডিজি সিআইডির নেতৃত্বে গঠিত একটি কমিটি উলেন রায়ের সিআইডি তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখবে।২২ ফেব্রুয়ারির মধ্যে পেশ করতে হবে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট।৫ মার্চের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে।
সরকারি আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ জানিয়েছেন, সিবিআই তদন্তের দাবি মঞ্জুর করেনি কোর্ট। স্বচ্ছতার সঙ্গে যাতে তদন্ত হয় তার জন্য তদন্ত কমিটি গঠন হয়েছে।
ঘটনার শুরু থেকেই মৃতের পরিবার ও বিজেপি দাবি করেছে, পুলিশের গুলিতেই মৃত্যু হয় উলেনের। সিবিআই তদন্তের আর্জি খারিজ হলেও এখনও আশাবাদী গেরুয়া শিবির।
তৃণমূল নেতা ও মন্ত্রী গৌতম দেব বলেছেন, রাজ্য সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে, আদালত যে নির্দেশ দিয়েছে সেভাবে তদন্ত হবে।
হাইকোর্টের এদিনের নির্দেশের পর এখন সবার নজর সিআইডি কী রিপোর্ট দেয় সেদিকে।
Ulen Roy death case: উলেন রায়ের মৃত্যুতে সিবিআই আর্জি খারিজ, তদন্তের জন্য কমিটি গড়ে দিল আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 09:47 PM (IST)
বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।সিআইডির তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে তৈরি হল নতুন কমিটি।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -