বহরমপুর: মুর্শিদাবাদের কান্দিতে কংগ্রেসকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু। তৃণমূলের চাপে পুলিশি হেনস্থার জেরেই স্ত্রী আত্মঘাতী বলে দাবি কংগ্রেসকর্মীর। কান্দি থানার এএসআই-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের। গতকাল বাড়ি থেকেই উদ্ধার হয় কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কংগ্রেসকর্মী হাজিজুল হক ওরফে মিঠুর স্ত্রী চৈতালি বেগমের ঝুলন্ত দেহ। কংগ্রেসকর্মীর অভিযোগ, দক্ষ সংগঠক বলে এলাকায় পরিচিত হওয়ায় সম্প্রতি কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়ের অপহরণকাণ্ডে তৃণমূলের চাপে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। হাজিজুলকে না পেয়ে তাঁর স্ত্রীকে পুলিশ হেনস্থা করে। সেই অপমানেই তিনি আত্মঘাতী হন বলে অভিযোগ কংগ্রেসকর্মীর। জেলায় সংগঠন দুর্বল, চাপ দেওয়ার প্রশ্নই নেই। দাবি তৃণমূলের। আদালতে মোকাবিলা করব, নালিশ জানাব নির্বাচন কমিশনে। হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।