নারায়ণগড়: নিজের কেন্দ্র নারায়ণগড়ে দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে সূর্যকান্ত মিশ্র। কোথাও কোথাও প্রতিরোধ সিপিএমের। তৃণমূলের বিক্ষোভ পরাজয়ের লক্ষ্মণ।কটাক্ষ বিরোধী দলনেতার।
বিক্ষোভ প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্রের বক্তব্য, আমি এ সব উপভোগ করি...আমাকে রাজ্যবাসী দেখতে পায়, ওনারা কেন পান না জানিনা...আমি গেছিলাম বলেই রাগ।
কোথাও কোথাও আবার তৃণমূলের বিক্ষোভের মুখে দেখা গেল সিপিএমের প্রতিরোধ। যেমন বাকিবাজার নামে এলাকায় সূর্যকান্ত মিশ্র পৌঁছতেই তৃণমূলের লোকজন প্রথমে স্লোগান দিতে শুরু করেন।
এরপর শুরু হয়ে যায় বচসা। গাড়িতে উঠে সূর্যকান্ত মিশ্র খানিকটা এগোতে, সেখানে আবার দু’দলের সমর্থকদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিন্তু, হঠাৎ করে ভোটের দিন সূর্যকান্তকে ঘিরে তৃণমূলের এমন বিক্ষোভ কেন? কেন এই অসৌজন্যের রাজনীতি? সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, এ সবই শাসকের হারের লক্ষ্মণ।
তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন সূর্যকান্ত মিশ্র।
প্রার্থীকে ভোটের দিন এভাবে বাধা দেওয়াকে নির্বাচনী বিধিভঙ্গ হিসাবেও দেখছে পর্যবেক্ষকদের একাংশ।
লড়াই কঠিন। কিন্তু, সূর্যকান্ত মিশ্র আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত কী হয় সেটা জানা যাবে ১৯ মে।
নারায়ণগড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে সূর্য, বিক্ষোভ পরাজয়ের লক্ষ্মণ, কটাক্ষ বিরোধী দলনেতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2016 02:39 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -