হাওড়া: সোশাল নেটওয়ার্কিং সাইটে প্রেমের ফাঁদ পেতেছিল দুই ছেলের বাবা। ঘুণাক্ষরেও টের পাননি হাওড়ার তরুণী। যখন টের পেলেন, ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। শেষমেশ অভিযোগ পেয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত।
ধৃতের নাম, মনোজকুমার শর্মা। বয়স ৩০। বাড়ি গাজিয়াবাদের বিজয়নগরে। মোবাইল ফোনের দোকানে কাজ করে ২ ছেলের বাবা মনোজ।
হাওড়ার শিবপুর থানা এলাকার বাসিন্দা ছাত্রীর দাবি, বছরখানেক আগে সোশাল নেটওয়ার্কিং সাইটে আলাপ হয় মনোজের সঙ্গে। নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেয় মনোজ। ক্রমশ গভীর হয় প্রেম।
তরুণীর দাবি, সম্পর্কের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তাঁর কয়েকটি আপত্তিকর ছবিও নিয়ে নেয় মনোজ। তারপরই ৫ লক্ষ টাকা দাবি করে। না দিলে ওই ছবি, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
মাসখানেক আগে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন কলেজছাত্রী। পুলিশ তদন্তে নামে। ১৬ নভেম্বর হাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় মনোজকে।
প্রেমের ফাঁদ পেতে হাওড়ার কলেজছাত্রীকে ‘ব্ল্যাকমেল’, গাজিয়াবাদ থেকে গ্রেফতার দুই ছেলের বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Nov 2017 08:01 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -