ঝাড়গ্রাম: বাঘ খুঁজতে ড্রোন ব্যবহারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঘুরে বেড়াবে ড্রোন। তবে কোথা থেকে তল্লাশি শুরু হবে, তা এখনও স্থির হয়নি।
এদিকে, দুই জেলায় ঘুরে বেড়াচ্ছে বাঘ। গতকাল সকালে ঝাড়গ্রামের ধেড়ুয়ার কাছে ভাউদির জঙ্গলে পাওয়া যায় বাঘের পায়ের ছাপ। একই সময়ে ধেড়ুয়া থেকে ২২ কিলোমিটার দূরে মেদিনীপুর শহর লাগোয়া কুয়াবুড়ি জঙ্গলেও বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। কুয়াবুড়ি জঙ্গলের পাশে মুড়াকাটার জঙ্গলেও মিলেছে পাগ মার্ক।
বাঘ খুঁজতে ব্যবহার করা হোক ড্রোন, নির্দেশ মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2018 08:05 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -