মেদিনীপুর: মেদিনীপুর শহরে পরিবর্তন যাত্রার সূচনা করলেন দিলীপ ঘোষ। কেরানিচটি, ভাদুতলা, শালবনি, চন্দ্রকোণা রোড, গড়বেতা, রাসকুণ্ডু হয়ে বিজেপির রথ পৌঁছবে চন্দ্রকোণা শহরে। মাঝেমধ্যে রথ থামিয়ে পথসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।


দিলীপ বলেন, মাওবাদী আন্দোলন দেখেছি, নকশাল আন্দোলন দেখেছি। এখানকার মানুষ কিছুই পাননি। তাঁদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে এই পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। বিশ্বাস রাখুন, এই যাত্রার মাধ্যমে এই রাজ্যে পরিবর্তন এনে বাংলাকে উন্নত করে গড়া হবে।


২০১১ সালে যে কথা বলে তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসেছিল, তা তারা পালন করেনি। এবার বিজেপির হাত ধরে প্রকৃত পরিবর্তন আসবে। শুক্রবার খড়গপুর গ্রামীণের মাতকাতপুরে পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে পাল্টা কটাক্ষ করে শাসক দলের জবাব, ওটা বিজেপির ফ্লপ শোতে পরিণত হবে। 


রথ যাত্রার নামে শৌচালয় নিয়ে গিয়ে রাস্তাকে অপবিত্র করেছে বিজেপি। এই অভিযোগে পুজো করে গঙ্গাজল ছিটিয়ে জাতীয় সড়ক শুদ্ধকরণ করল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরের ঘটনা। আজ ওই এলাকা দিয়ে যায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ। সেই কর্মসূচি হয়ে যেতেই পুজো করে গঙ্গাজল ছিটিয়ে রাস্তা শুদ্ধকরণ করে তৃণমূল। 


গতকালই, কোচবিহার থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছয় শীতলকুচিতে। তার আগে মাথাভাঙায় রথকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এই কর্মসূচি নিয়ে তরজায় জড়ায় গেরুয়া শিবির ও তৃণমূল।  শাসক দলের সমালোচনা কতরে সায়ন্তন বসু বলেন, এখন অনেকেই পরিত্রাণ চাইছেন। তৃণমূল পাল্টা কটাক্ষ করে বলেছে, পরিবর্তন নয় এটা বিজেপির অন্তিম যাত্রা।


এদিকে, মুর্শিদাবাদের সাগরদিঘির মণিগ্রামে বিজেপির পরিবর্তন যাত্রার রথ আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এরপর মিছিল করে সাগরদিঘির দিকে এগোনোর চেষ্টা করেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির অভিযোগ, অবরোধ রয়েছে বলে রাস্তা আটকায় পুলিশ। মণিগ্রামেও মিছিল আটকানোর অভিযোগ ওঠে।প্রতিবাদে শুরু হয় অবস্থান বিক্ষোভ।