কলকাতা: জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র মন্তব্যকে সমর্থন করলেন দিলীপ ঘোষ। বললেন, আগে উন্নয়নের কাজ করতে দেননি জিতেন্দ্র। এমনকী চোরাস্তায় তাঁর বুকে ইট মারা হয়েছে। সেই ঘটনা সকলেই জানেন। ফলে বাবুলের প্রতিক্রিয়া স্বাভাবিক।
তৃণমূল থেকে পদত্যাগী জিতেন্দ্র তিওয়ারিকে গেরুয়া শিবিরে আহ্বান জানানো হবে কি না সেই নিয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, এখন জিতেন্দ্র আসতে চাইলে দল সিদ্ধান্ত নেবে।
গতকাল, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন পশ্চিম বর্ধমানের দলীয় জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। তার আগে আসানসোলের পুর প্রশাসকের পদ ছাড়েন পাণ্ডবেশ্বরের বিধায়ক।
আর জিতেন্দ্রর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা জোরাল হতেই সোশাল মিডিয়ায় এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বাবুল সুপ্রিয় বলেছেন, আসানসোলে তৃণমূল নেতাদের বিজেপিতে আনতে মধ্যস্থতা করেছি বলে যারা গুজব রটিয়েছে, তারাই এখন বিজেপিতে ঝাঁপ দিতে চাইছে!
ফেসবুক ভিডিও পোস্টে বাবুল অভিযোগ করেন, জিতেন্দ্র বিজেপির লোকজনকে মেরেছে। বলেন, আসানসোলে বিজেপি কর্মীদের ওপর যে তৃণমূল নেতার নেতৃত্বে অত্যাচার চলেছে, তাকে যেন দলে না নেওয়া হয় এই চেষ্টা আমি করব।
বাবুলের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, হ্যাঁ বাবুলের সঙ্গে সম্পর্ক খারাপ। তৃণমূলের প্রধান হিসাবে অনেক কাজ করতে হয়েছে। বাবুলের লোকজন আমার নামে অভিযোগ করেছে। উনি ঠিকই বলেছেন।
জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালও। জিতেন্দ্রকে নিয়ে সমস্যা আছে, মন্তব্য সায়ন্তন বসুর। বললেন, জেলা সভাপতির ওপর হামলা চালিয়েছিল জিতেন্দ্র। ওর সম্পর্কে যাবতীয় রিপোর্টে কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছি। এবার তাঁরা সিদ্ধান্ত নেবেন।
এই পরিস্থিতি জিতেন্দ্র তিওয়ারি ইস্যুতে কী করবে বিজেপি? সেটাই এখন বড় প্রশ্ন।